মধ্যস্থতাকারী সালিশগণ বিবদমান স্বামী-স্ত্রীর আত্মীয়স্বজন হইতে নেওয়া ভাল। কেননা তাহারা স্বামী-স্ত্রীর মতপার্থক্যের সম্বন্ধে সবিশেষ ওয়াকিফহাল থাকার কথা। তাহাছাড়া স্বামী ও স্ত্রী উভয়েই তাহাদের কাছে সহজে ও নিঃসঙ্কোচে নিজেদের বিভেদের কারণাদি বলিতে পারিবেন।