৫৯২

এই আয়াত তিনটি শক্তিশালী নীতি নির্ধারণ করিয়া দিয়াছেঃ (১) বন্দী-দাসীকে স্ত্রীরূপে রাখিতে হইলে, প্রথমে তাহাকে রীতি মাফিক বিবাহ করিতে হইবে। ২ঃ২২২, ৪ঃ৪, এবং ২৪ঃ৩৩ আয়াতগুলিতেও তাহাই ব্যক্ত হইয়াছে। অতএব, ইসলাম উপ-পত্নী প্রথার মূলোৎপাটন করিয়াছে, যাহা ইসলাম-পূর্ব যুগে সর্বত্র, বিশেষতঃ আরব ভূমিতে প্রচলিত ছিল। (২) কৃতদাসী যদি অবৈধ যৌন অপরাধ করে, তবে তাহার শাস্তির পরিমাণ হইবে স্বাধীনা স্ত্রীলোকের অপরাধের শাস্তির অর্ধেক। স্বাধীনার জন্য এরূপ অপরাধের শাস্তি ১০০ বেত্রাঘাত আর কৃতদাসীর জন্য ৫০ বেত্রাঘাত। ইহাদ্বারা সাব্যস্ত হয় যে, প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড প্রদান যৌন-অপরাধের শাস্তি নহে। ইহা এক ভ্রান্তি পূর্ণ ধারণা, কারণ মৃত্যুদণ্ডকে অর্ধেক রূপান্তর করা সম্ভব নহে। (৩) প্রসঙ্গতঃ আরব সমাজে স্বাধীনা স্ত্রী হইতে কৃতদাসী শ্রেণীর স্ত্রী, নিম্ন মর্যাদার অধিকারী ছিল। সম্ভবতঃ ইহার কারণ এই ছিল যে, কৃতদাসী ইসলামী রাষ্ট্র ধ্বংসের যুদ্ধে অংশ গ্রহণ করিয়াছিল।