৫৮৪

স্ত্রীগণ স্বামীদের খেয়ালীপনা ও যদৃচ্ছা ব্যবহারের পাত্রী নহেন। উভয়ই পবিত্র চুক্তি-নামা দ্বারা বাঁধা। স্ত্রীর প্রতি স্বামীর বিরাট দায়িত্ব ও কর্তব্য রহিয়াছে, যাহা সম্পাদন করা একান্তভাবে প্রয়োজনীয়। তাহাদের পরস্পরের সামাজিক অধিকার ও মর্যাদা বলিতে গেলে সমান। পুরুষদিগকে এখানে কড়াভাবে সতর্ক করিয়া দেওয়া হইয়াছে, তাহারা যেন তাহাদের ঐ পবিত্র বিবাহ-চুক্তিকে লঘু করিয়া না দেখে, যাহা দ্বারা তাহারা তাহাদের স্ত্রীর সহিত বিবাহ-বন্ধনে আবদ্ধ হইয়াছে।