৫৮০

মৃত ব্যক্তির বিধবা স্ত্রীকে নূতন ভাবে বিবাহ করা হইতে মৃতের আত্মীয়রা সম্পত্তির লোভে বাধা দিতে পারে না। তবে, চরিত্রহীন লোকের সহিত বিবাহ হইতে তাহাকে বারণ করিতে পারে। এই বাক্যটি যদি স্বামীদের প্রতি আহ্বান বলিয়া ধরা হয়, তাহা হইলে ইহার অর্থ হইবে, যে সব স্ত্রী স্বামীর সহিত আর বসবাস করিতে চায় না, বরং খোলার মাধ্যমে স্বামী হইতে পৃথক হইতে চায়, তাহা হইলে স্ত্রীর অর্থ বা সম্পদের লোভে, স্বামী যেন বাধা না দেয়। তবে, সে একটি মাত্র কারণে স্ত্রীকে বাধা দিতে পারে—যদি ইহা প্রতিপন্ন হয় যে, গর্হিত ও অপরাধ মূলক অপকর্মের উদ্দেশ্যে স্ত্রী খোলা চাহিতেছে।