৫৭১

‘আন্যান্য আত্মীয়, এতীম ও দরিদ্র’ দ্বারা ঐ সব আত্মীয়, এতীম ও দরিদ্র বুঝাইয়াছে, যাহারা উত্তরাধিকারী না হওয়ায়, মৃতের পরিত্যক্ত সম্পত্তির অংশ পাওয়ার দাবীদার হইতে পারে না। আয়াতটি, মুসলমানগণকে এই বলিয়া উপদেশ ও উৎসাহ দিতেছে যে, সম্পত্তি-বন্টনের ‘উইল’ করার সময়, সম্পত্তির একটা অংশ তাহাদের জন্যও যেন দেওয়া হয়।