৫৬৮

এই আয়াত অভিভাবকদিগকে সাবধান করিয়া দিতেছে যে, তাহারা যেন তাহাদের দায়িত্বাধীন এতীমদের টাকাকড়ি অপব্যয় না করেন এবং প্রাপ্ত বয়স্ক হইয়া দায়িত্ব গ্রহণের পূর্বেই যদৃচ্ছা খরচ করিয়া ঘাটতি সৃষ্টি না করেন। তবে অভিভাবক যদি নিজে গরীব হন, তাহা হইলে তিনি সম্পত্তি-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের শ্রম অনুযায়ী, সম্পত্তির উৎপাদন হইতে ন্যায্য ভাতা গ্রহণ করিতে পারেন।