৫৬৬

এতীমের সম্পত্তিকে এখানে “তোমাদের ধন-সম্পদ” বলিয়া উল্লেখ করা হইয়াছে, এই জন্য যে, এতীমের অভিভাবক যেন খুব সাবধানতার সহিত এতীমের সম্পদ খরচ করে এবং নিজের সম্পত্তির মতই ইহাকে লাভজনক ভাবে রক্ষণাবেক্ষণ করে “তোমাদের ধন-সম্পদ” অর্থ তোমাদের দায়িত্বে অর্পিত এতীমের সম্পত্তি। ইহার এই অর্থও সম্ভব যে, ‘তোমাদের ধন-সম্পদ’ বলিতে এতীমের ও অভিভাবকের সম্মিলিত সব সম্পত্তিই বুঝাইয়াছে।