৫৫৯

আল্লাহ্‌তা’লার দুইটি অনুগ্রহ উল্লেখ করার পরে, অর্থাৎ একই আত্মা বা প্রাণ হইতে অনেক পুরুষ-স্ত্রীর উদ্ভব ও আত্মীয়তার বন্ধনের মাধ্যমে তাহাদিগকে ধ্বংসের কবল হইতে রক্ষা করার কথা বলার পরে, কুরআন এতীমগণের অধিকার ও স্বার্থ রক্ষা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করিয়াছে।