৫৫৮

এই আয়াত আল্লাহ্‌র প্রতি নিষ্ঠা ও ভয় এবং আত্মীয়তার বন্ধনের প্রতি সম্মান—এই দুইটি কথাকে অতি পাশা-পাশি রাখিয়া আত্মীয় স্বজনদের প্রতি উৎকৃষ্ট ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়াছে। কুরআন আত্মীয়তার বন্ধনকে অতিশয় সম্মান দান করিয়াছে। মহা নবী (সাঃ) বিবাহ পড়াইবার খুৎবা দিবার প্রারম্ভে সাধারণতঃ এই আয়াতটি পাঠ করিতেন। তিনি এই আয়াত পাঠের মাধ্যমে উভয় দলকে তাহাদের নব আত্মীয়তার পবিত্র বন্ধনের কথা স্বরণ করাইয়া দিতেন এবং পরস্পরের মধ্যে একাত্মতা সৃষ্টির উপর জোর দিতেন।