৫৫

আরবীতে ‘সাত’ সংখ্যাটি ক্রুটিহীনতা ও সম্পূর্ণতার প্রতীক হিসাবে ব্যবহৃত হইয়া থাকে। এই ‘সাত’ সংখ্যাটি, ‘সত্তর’ ও ‘সাতশত’ সংখ্যাগুলিরই মত, বহুসংখ্যক অর্থে ব্যবহৃত হয়। এই তিনটি শব্দই (সাত, সত্তর, সাতশত) কুরআনে বহুসংখ্যক অর্থে ব্যবহৃত হইয়াছে (৯ঃ৮০, ১৫ঃ৪৫)। অন্যস্থানে ‘সপ্তাকাশ’ এর স্থলে ব্যবহৃত হইয়াছে ‘সাত পর্যায়’ ১৯৮৮ টীকা দ্রষ্টব্য।