‘যুনূব’ এর অর্থ হইল, মানুষের প্রকৃতিগত স্বাভাবিক দুর্বলতা, সাধারণ ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতি। মানুষের হৃদয় কন্দরের মধ্যে যে সকল স্থানে অন্ধকার জমে এবং স্বর্গীয় আলো প্রবেশ করে না, সেগুলিকেও যুনূব বলা যায়। ‘সাইয়িআত’ শব্দটি যুনূব হইতে কঠোর ও গভীর; ইহা দ্বারা ধূলি-ঝড়কে বুঝাইতে পারে যাহা সূর্যের আলোরশিকে আমাদের দৃষ্টির অন্তরালে রাখে। ২ঃ৮২ এবং ৩ঃ১৭ দেখুন।