৫৪২

প্রকৃতির মধ্যে প্রাণীর জন্য মৃত্যুর চাইতে সুনিশ্চিত বিষয় আর কিছুই নাই। অথচ মানুষ এই মৃত্যুর কথা একেবারে ভুলিয়া থাকে; ইহার কথা একবার ভাবেও না। এখানে ইহজীবনের সব কিছুই প্রতারণার সামগ্রী বলিয়া ব্যক্ত করা হইয়াছে। কারণ, বাহ্যতঃ দুনিয়াটা খুবই মধুময় ও আকর্ষণীয় বলিয়া মনে হয় বটে, কিন্তু ইহার আনন্দের মধ্যে ও লাভ-লোভের মধ্যে আপাদমস্তক নিমজ্জিত হইয়া গেলে দেখা যায় যে, দুনিয়াটা আসলে প্রতারণার সামগ্রী।