এই আয়াতে, অগ্নিতে নৈবেদ্য দান করা বা না করা সম্পর্কে ইহুদীদের আপত্তির খণ্ডন করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, নৈবেদ্য প্রদানের নিয়ম-নিষ্ঠা পালনের ব্রত কোন নবীর সত্যতা প্রতিষ্ঠার মাপকাঠি নহে। কেননা, এরূপ আচার পালনের কাজ মিথ্যা দাবী-কারকও করিতে পারে। দাবীকারকের সত্যতা কেবলমাত্র সুস্পষ্ট নিদর্শন প্রদর্শন দ্বারাই প্রতিষ্ঠিত হইয়া থাকে। আর যদি তাহাদের মতে দগ্ধ-নৈবেদ্যই সত্য নবীর চিহ্ন হয়, তাহা হইলেও এই বিষয় নিয়া তাহাদের আপত্তি উত্থাপনের অধিকার নাই। কারণ “যে সকল নবী ঐ আইন-কানুন নিষ্ঠার সহিত পালন করিয়াছিলেন তাহাদিগকেও তাহারা সত্য বলিয়া স্বীকার করে নাই।”