এই আয়াত মুসলমানগণকে উদ্দেশ্য করিয়া বলিতেছে যে, তাহারা যেসব পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়া চলিয়াছে, তাহা শীঘ্র শেষ হইবার নহে। আরও অনেক দুঃখ-কষ্ট ও ত্যাগ-তিতিক্ষা তাহাদিগকে অতিক্রম করিতে হইবে, যে পর্যন্ত সত্যিকার বিশ্বাসী এবং মোনাফেক ও দুর্বল-বিশ্বাসীদের মধ্যে তারতম্য ও পার্থক্য পরিস্কার দৃশ্যমান না হয়।