মৃত্যুর সাথে সাথেই মানুষের আত্মা বেহেশ্তে বা দোযখে চলিয়া যায় না। মধ্যবর্তী পর্যায়ে তাহার আত্মা ‘বরযখ’ নামক একটি অবস্থায় থাকে। এখানেও আত্মা ইহার ভাল-মন্দ কর্মের শুভাশুভ ফল সামান্য সামান্য ভোগ করিয়া থাকে। অতঃপর পূণরুত্থান দিবস আসার পর পরই চুলচেরা বিচারের মাধ্যমে পূর্ণতম পুরস্কার ও শাস্তির চূড়ান্ত ফয়সলা ঘোষণা করা হইবে।