শহীদগণ (যাহারা আল্লাহ্র পথে মৃত্যুবরণ করেন) এই ভাবিয়া খুশী হন যে, তাহাদের জীবিত ভ্রাতৃবৃন্দ, যাহারা পরে পরপারে আসিবেন, তাহারা নিশ্চয় শত্রুদের উপর বিজয়ী হইবেন। অর্থাৎ শহীদগণের মৃত্যুর পরে পরেই, পর্দা সরিয়া যায় এবং তাহাদিগকে জানানো হয় যে, মুসলমানগণ বিজয়ী হইতে যাইতেছে। তাহাদের পরিত্যক্ত ভাইদের সম্বন্ধে তাহারা সুসংবাদ প্রাপ্ত হন অর্থাৎ আল্লাহ্র ফিরিশ্তাগণ তাহাদিগকে অবহিত করেন যে, ইসলাম বিজয়ের পর বিজয় ও কৃতকার্যতার পর কৃতকার্যতা লাভ করিয়া চলিয়াছে।