মানুষের ভাল ও মন্দ উভয় প্রকারের কাজই তাহাদের নিজ হইতে উদ্ভূত হয়, যেহেতু সে নিজেই ঐ কাজের হোতা। তবে, যেহেতু আল্লাহ্তা’লা শেষ বিচারকরূপে তাহার কাজের ফলাফল নির্ধারণ করেন, সেইহেতু, ভাল ফলই হউক আর মন্দ ফলই হউক, তাহা আল্লাহ্তা’লার দিকেও সমভাবে আরোপ করা যায় (৪ঃ৭৯)। এই অর্থে মানুষের কাজের ভাল-মন্দ ফলাফল আল্লাহ্র দেওয়া প্রতিদান ও প্রতিফল বলিয়া অভিহিত হইতে পারে।