উহুদের যুদ্ধের অব্যবহিত পূর্বে মদীনার মোনাফেকগণ হঠাৎ পক্ষ ত্যাগ করিল। মুসলিম সৈন্য সংখ্যা এমনিতেই কম ছিল। সংকট মুহূর্তে মোনাফেকদের পক্ষ ত্যাগে মুসলিম শক্তি আরও হ্রাস প্রাপ্ত হইল। তথাপি নবী করীম (সাঃ) শত্রুদের মোকাবিলা করিতে অগ্রসর হইলেন। অপরপক্ষে, মোনাফেকগণ পক্ষ ত্যাগ করিয়া আল্লাহ্তা’লার অভিশাপ কুড়াইল।