অবিশ্বাসীগণ মুসলিম জাতিকে যুদ্ধ হইতে ফিরাইয়া রাখিবার উদ্দেশ্যে, তাহাদের মনে যুদ্ধ-ভীতি সঞ্চার করিতে চায়। কিন্তু মুসলমানরা এইসব যুদ্ধ-ভীতি ও সতর্কীকরণ বাণী অগ্রাহ্য করিয়া অবিশ্বাসীদের সাথে আরও অধিকতর দৃঢ়তার সহিত যুদ্ধ করিবার জন্য সংকল্প নিয়া থাকে। ইহাতে অবিশ্বাসীদের মন দুঃখে ও অনুশোচনায় ভরিয়া যায়, কেননা তাহাদের প্রচেষ্টা কেবল ব্যর্থই হয় নাই, বরং বিপরীতমুখী ফলোদয় ঘটাইয়া মুসলমানদিগকে আরো দৃঢ়সংকল্প করিয়াছিল।