৫০৭-ক

এই শব্দগুলি প্রকারান্তরে ঐ তীরন্দাজাদের কিছু প্রচ্ছন্ন প্রশংসা করিয়াছে, যাহারা মহানবী (সাঃ)-এর আদেশের ভুল ব্যাখ্যাদ্বারা প্রণোদিত হইয়া টিলার অবস্থান হইতে সরিয়া গিয়াছিলেন। তাহাদের কিছু ভুল মুসলমানদের জন্য পরাজয়ের অপমান আনিলেও, মূলতঃ তাহারা ছিলেন বিশ্বস্ত এবং রসূলে করীম (সাঃ)-এর একান্ত অনুগত।