এই কথাটি ঐ তীরন্দাজদের সম্বন্ধে বলা হইয়াছে, যাহারা নিজেদের নির্দিষ্ট স্থান ছাড়িয়া দিয়াছিল। বাক্যাংশটি ইহা বুঝাইতেছে যে, ঐ তীরন্দাজ দলের কিছু সদস্য পার্থিব লালসাগ্রস্ত হইয়া গিয়াছিল এবং যুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করিয়া গনিমত সংগ্রহের জন্য স্থান ত্যাগ করিয়াছিল। অথচ সেই দলেরই অপর অংশ (আব্দুল্লাহ্-বিন-যুবাইর ও অন্যেরা) নিজ স্থানে অটল থাকিয়া পারলৌকিক মঙ্গল কুড়াইয়াছিলেন, আল্লাহ্র রসূল (সাঃ)-এর নিষেধ অমান্য করার কুফল সম্বন্ধে চিন্তা করিয়া, তাহারা স্থান ত্যাগ করেন নাই। ইহাদের একাংশ ছিল অদূরদর্শী এবং অপরাংশ ছিলেন দূরদর্শী।