৫০২

টিলার উপরিস্থিত তীরন্দাজেরা যখন দেখিল যে, যুদ্ধ প্রায় শেষ এবং বিজয়ও সমুপস্থিত, তখন তাহারা স্বস্থান পরিত্যাগ করিয়া যুদ্ধ ক্ষেত্রের দিকে অগ্রসর হইতে চাহিলেন। কিন্তু নবী করীম (সাঃ) এর নির্দেশানুযায়ী তীরন্দাজ দলপতি আব্দুল্লাহ্ বিন যুবাইর তাহাদিগকে স্বস্থান ত্যাগ করিতে নিষেধ করিলেন। তথাপি তাহারা নিজদিগকে দমন করিতে না পারিয়া, স্থানটি পরিত্যাগ করতঃ রণকৌশলগত বড় রকমের ভুল করিয়া ফেলিল। ফলে, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে বড়ই দুর্ভোগ পোহাইতে হইয়াছিল।