৫০১

‘আদেশ’ বলিতে এখানে রসূলে করীম (সাঃ)-এর সেই আদেশকে বুঝাইতে পারে যদ্বারা তিনি (সাঃ) মুসলিম সেনাদলের পিছনে একটি টিলার চূড়ায় একদল তীরন্দাজকে প্রহরারত থাকার জন্য নিযুক্ত করিয়াছিলেন এবং বলিয়াছিলেন তাঁহার নির্দেশ ব্যতীত তাহারা যেন ঐ স্থান ত্যাগ না করে। তবে যুদ্ধ দৃশ্যতঃ শেষ হইয়া গিয়াছে, এরূপ অবস্থায়ও তাহারা সেখানে থাকিবে, বা চলিয়া আসিবে এই নির্দেশে তাহা সুস্পষ্টভাবে ব্যক্ত ছিল না বলিয়া, কেহ কেহ বলিয়াছেন, ‘নির্দেশ ব্যতীত’ কথাটির মধ্যে তিনি তাহাদের সেখানে থাকাই নির্ধারিত করিয়াছিলেন। আর অন্যেরা বলিয়াছেন, যুদ্ধ দৃশ্যতঃ শেষ হইয়া যাওয়ার সাথে সাথে উক্ত নির্দেশ বলবৎ রহিল না।