৪৮৭

একজন ব্যক্তি কিংবা একটি জাতি কোন নীতি পালন করিলে শক্তিশালী হইতে পারে ও শক্তিশালী থাকিতে পারে, এই আয়াতে তাহা বর্ণিত হইয়াছে। কর্তব্যে অবহেলা করিও না অর্থাৎ পূর্ণোদ্যমে কাজ কর, ইহা হল প্রথম নীতি। মর্মাহত ও হতোদ্যম হইও না, ইহা হইল দ্বিতীয় নীতি। প্রথম নীতিটি ভবিষ্যতের বিপদাবলীর দিকে লক্ষ্য রাখিয়া, কাজ করিয়া যাইবার প্রেরণা যোগায় এবং দ্বিতীয় নীতিটি অতীতের ভুল-ভ্রান্তি ও দুর্ভোগের দিকে তাকাইয়া হা-হুতাশ করিতে নিষেধ করে। জাতির পতন অধিকাংশ ক্ষেত্রে এই কারণেই আসে যে, তাহারা দায়িত্ব-সচেতন থাকিয়া কর্তব্য কর্ম সাম্পাদনে অবহেলা করে এবং অতীতের দুর্ভাবনাকে লালন করিয়া নৈরাশ্য ও কর্মবিমূখতার শিকারে পরিণত হয়। এই উভয়-বিধ বিপদ সম্বন্ধে সাবধান থাকিবার জন্য আয়াতটিতে আহ্বান জানানো হইয়াছে।