২ঃ২৭৬ আয়াতেও সুদ-নিষেধের আদেশ দানের পরে পরেই, ‘অগ্নি’ সম্বন্ধে সতর্ক করা হইয়াছে। স্বভাবতঃই এখানে অগ্নি বলিতে প্রাথমিকভাবে যুদ্ধাগ্নিকে বুঝাইয়াছে। ‘অবিশ্বাসীগণ’ বলিতে সাধারণভাবে যদিও কাফেরগণকে বুঝাইয়া থাকে, তবুও এখানে সুদের নিষেধাজ্ঞাকে যাহারা অমান্য করে, তাহাদিগকেও বুঝাইতে পারে।