৪৭১

‘বালা’ (হাঁ, ‘বরং’) শব্দটি পূর্বোক্ত আয়াতের সহিত আলোচ্য আয়াতকে সংযুক্ত করিয়াছে। পূর্বোক্ত আয়াতের প্রশ্ন ‘ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নহে?’ – এর উত্তর হাঁ, ‘বরং’ বলা হইয়াছে। অতএব, ইহার অর্থ দাঁড়াইয়াছে, হাঁ, ‘বরং’ ইহাই আমাদের জন্য যথেষ্ট হইবে। তবে, শত্রুরা যদি এই মূহূর্তেই পুনরাক্রমণ করে, তাহা হইলে ৫,০০০ ফিরিশ্‌তা দ্বারা তোমাদিগকে সাহায্য করা হইবে।