ভুলবশতঃ মনে করা হয় যে, এই আয়াতে বদরের কথা বলা হইয়াছে। আসলে তাহা নহে। পূর্ববর্তী আয়াতে বদরের যুদ্ধের কথা এই সাধারণ অর্থে, উদাহরণ স্বরূপ উল্লেখ করা হইয়াছে যে, আল্লাহ্তা’লা তাঁহার ধৈর্য্যশীল মুসলমান বান্দাদিগকে নিশ্চয় বিপদের সময় সাহায্য করিয়া থাকেন। প্রকৃত পক্ষে, ৮ঃ১০ আয়াত অনুযায়ী, বদরের যুদ্ধের সময় প্রেরিত ফিরিশ্তার সংখ্যা ছিল এক হাজার, যেহেতু শত্রুর যোদ্ধাগণের সংখ্যা ছিল এক হাজার। কিন্তু ওহুদের যুদ্ধে শত্রুসংখ্যা ছিল তিন হাজার, অতএব এই ক্ষেত্রে মুসলমানগণের জন্য তিন হাজার ফিরিশ্তার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হইল। এই প্রতিশ্রুতি পূরণ করার কথা ৩ঃ১৫৩ আয়াতে বলা হইয়াছে।