৪৫৭

এই আয়াতে মুসলমানদিগকে সর্বশ্রেষ্ঠ উম্মত (জাতি) বলা হইয়াছে। ইহা এক বিরাট দাবী। তবে এই দাবীর কারণও দেওয়া হইয়াছেঃ (১) মানব জাতির মঙ্গলের জন্য তাহাদের অভ্যুদয় হইয়াছে, (২) তাহাদের উপর এই কর্তব্য ন্যস্ত করা হইয়াছে যে, তাহারা সৎকর্মের প্রসার ঘটাইতে থাকিবে এবং অসৎ কর্মের নিপাত সাধন করিবে এবং (৩) এক আল্লাহ্‌র ইবাদতও বিশ্বাসকে বিস্তার দান করিবে। মুসলমানের সম্মান ও মর্যাদা এই শর্তগুলির সহিত বিজড়িত।