৪৪৪

কা’বা গৃহের স্বপক্ষে ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণের প্রতি ইঙ্গিত করিয়া কুরআন বলিতেছে, কা’বাকে কিবলা বা আল্লাহ্‌র ধর্মে চিরস্থায়ী কেন্দ্র রূপে গ্রহণ করার তিনটি কারণ বিদ্যমান আছেঃ- (ক) নবীগণের পিতৃপুরুষ ইব্‌রাহীম (আঃ) এখানেই প্রার্থনা করিয়াছিলেন, তাঁহার বংশে যেন নবীগণের উদ্ভব হয়; (খ) মক্কা শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়; (গ) ইহা ঐ তীর্থস্থান যেখানে বিভিন্ন দেশের ও বিভিন্ন জাতির লোকেরা কেয়ামত পর্যন্ত তীর্থযাত্রীরূপে সমবেত হইতে থাকিবে।