মক্কা উপত্যকারই অপর এক নাম ‘বাক্কা’। মক্কার “ম” পরিবর্তিত হইয়াছে ব’তে। এই দুইটি অক্ষর ‘ম’ ও ‘ব’ পরস্পরের স্থলাভিষিক্ত হয়, যেমন লাজিম হইতে লাজিব। কুরআন এখানে আহলে কিতাব বা গ্রন্থধারীগণের (খৃষ্টান ও ইহুদীদের) দৃষ্টি এই বিষয়ের দিকে আর্কষণ করিতেছে যে, মক্কাই সর্বাপেক্ষা পুরাতন, সত্য ও আদি ধর্মকেন্দ্র, যাহা আল্লাহ্তা’লা স্বয়ং প্রথম প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ইহুদী ও খৃষ্টানগণ যে ধর্মশালা অবলম্বন করিয়াছিলেন তাহা পরবর্তী কালের ব্যাপার। ২ঃ১২৮ আয়াত দেখুন।