পূর্বকৃত অপরাধের জন্য কেবলমাত্র দুঃখ প্রকাশ ও অনুশোচনাই আল্লাহ্তা’লার ক্ষমা লাভের জন্য যথেষ্ট নহে। ভবিষ্যতে কুপথ অবলম্বন হইতে বাঁচিয়া থাকার সত্যিকার প্রতিশ্রুতি এবং অন্যান্যকে সৎ পথে আনিবার দৃঢ় ও কার্যকরী প্রতিজ্ঞা গ্রহণও ক্ষমাপ্রাপ্তির জন্য প্রয়োজন।