অন্যত্রও কাদা মাটি হইতে মানুষ সৃষ্ট হইয়াছে বলিয়া বর্ণিত হইয়াছে (৬ঃ৩)। মাটি ও কাদামাটি দুইটি ভিন্ন শব্দ ব্যবহারের মধ্যে তাৎপর্য এই যে, যখন ‘মাটি’ শব্দটি ব্যবহার করা হয়, তখন (স্বর্গীয়-পানি) ‘ওহী’র কথা মনে অনুপস্থিত থাকে এবং যখন ‘কাদামাটি’ শব্দটি ব্যবহৃত হয় তখন ঐশীবাণীর (স্বর্গীয়-পানি) কথা মনে উপস্থিত থাকে।