৪২৫

‘আদম’ সাধারণভাবে মানুষ বা আদম-সন্তান বুঝায়। অতএব, ঈসা (আঃ)-কে অন্যান্য মরণশীল আদম-সন্তানের মতই মৃত্তিকা হইতে সৃষ্ট বলিয়া ঘোষণা করা হইল (৪০ঃ৬৮)। অতএব, তাহার ঈশ্বরত্ব কিছুই নাই। তবে ‘আদম’ বলিতে আমরা যদি এখানে আদি-পিতা আদমই মনে করি, তাহা হইলেও, ঈসার সহিত আদমের ঐ সাদৃশ্যের প্রতিই আমাদের দৃষ্টি আকৃষ্ট হইবে যে, পিতার মধ্যস্থতা ব্যতীত উভয়ের জন্ম হইয়াছিল। এই ক্ষেত্রে ঈসা (আঃ)-এর মাতা থাকার কারণে সাদৃশ্য ব্যাহত হয় নাই, কেননা তুলনা একেবারে সর্বপ্রকারের পূর্ণ সাদৃশ্যের উপর নির্ভর করে না।