৪২২

‘হাওয়ারীউন’, হাওয়ারিউ শব্দের বহু বচন, যাহার অর্থ (১) ধোপা, (২) যে ব্যক্তি পরীক্ষিতভাবে পাপ বা ক্রুটি-মুক্ত, (৩) পূত-পুণ্য চরিত্রের অধিকারী ব্যক্তি, (৪) যে ব্যক্তি সৎভাবে ও বিশ্বস্তরীপে কাজ করে এবং অনুরূপ উপদেশ দেয়, (৫) বিশ্বস্ত বন্ধু ও সাহায্যকারী, (৬) নবীর সাহায্যকারী বিশিষ্ট বন্ধু (লেইন, মুফ্‌রাদাত)।