৪২০-চ

‘উব্‌রিয়ু’ ‘বারিয়া’ হইতে উৎপন্ন। ‘বারিয়া’ অর্থ সে (অমুক বস্তু বা দোষারোপ হইতে) মুক্তি পাইল। ‘উবরিয়ু’ অর্থ আমি দোষমুক্ত বা রোগমুক্ত করি, আমি অমুককে তাহার প্রতি আরোপিত দোষ হইতে মুক্ত ঘোষণা করি (লেইন)।