৪২০

‘তীন’ অর্থ কাদামাটি, মাটি, নরম মাটি ইত্যাদি। রূপকভাবে ‘আত্‌-তীন’ অর্থ এমন মানুষ যাহার মধ্যে এত নমনীয়তার গুণ রহিয়াছে যে তাহাকে যে কোনও প্রকৃতিতে গড়িয়া তোলা যায়। আমরা এরূপ স্বভাবের মানুষকে সাধারণতঃ বাংলায় ‘মাটির মানুষ’ বলিয়া থাকি।