৪১৮-খ

‘কাহ্‌ল’ মানে মধ্যম বয়স, অথবা সেই বয়স যে বয়সে কাঁচা চুলের সাথে পাকা চুল মিশ্রিত হইতে থাকে, ত্রিশ-চৌত্রিশ বৎসর বয়স্ক হইতে একান্ন বৎসর বয়স্ক হওয়ার সময় বা চল্লিশ হইতে একান্ন বৎসর বয়সের সময়কাল (লেইন ও সালাবী)। ঈসা (আঃ) অতি শিশুকালেই জ্ঞান-বুদ্ধি সম্পন্ন কথা বলিতেন, ইহা আশ্চর্যজনক বা অপ্রাকৃতিক নহে। বহু মেধাবী, ধীমান শিশু যাহারা সুপরিবেশে, সযত্নে লালিত হয়, তাহাদের মাঝেও এই প্রতিভা দৃষ্টি গোচর হয়। সমস্ত বাক্যটির অর্থ ইহাই যে, তিনি শিশু, কিশোর-যৌবনে এবং মধ্যম বয়সে এমন অসাধারণ জ্ঞান-বুদ্ধি সম্পন্ন কথাবার্তা বলিতেন, যাহা তাহার বয়স ও অভিজ্ঞতার তুলনায় অধিকতর উচ্চ স্তরের। ঈসার জীবনের দুইটি বয়ঃক্রম কালের উল্লেখ এই কথার প্রতিও ইঙ্গিত করিতে পারে যে, তাঁহার দ্বিতীয় বয়ঃক্রম (কাহ্‌ল) কালের কথা প্রথম বয়ঃক্রম (মাহ্দ্‌) কালের কথা হইতে ভিন্ন প্রকৃতির হইবে। তখন তিনি মানুষের কাছে নবীরূপে কথা বলিবেন। অতএব, মরিয়মকে যে সুসংবাদগুলি আল্লাহ্‌তা’লা দিয়াছিলেন, তাহা আসলে এই ছিল যে, তাহার পুত্র শুধু যে বুদ্ধি-তেজোদ্দীপ্ত জ্ঞানী ব্যক্তি হইবেন তাহাই নহে, বরং তিনি একজন উচ্চ পর্যায়ের ধার্মিক, আল্লাহ্‌র মনোনীত ব্যক্তিত্ব হিসাবে দীর্ঘজীবনও লাভ করিবেন।