যাকারিয়্যাকে তিনদিন নীরবে নিভৃতে কাটাইবার নির্দেশ দেওয়া হইল ও তাহা পালনের পর আল্লাহ্র প্রতিশ্রুতি পূর্ণ হইবে বলিয়া আশ্বাস দেওয়া হইল। কিন্তু সুসমাচার পাঠে দেখা যায়, ঐশী-বাণীতে বিশ্বাস-স্থাপন না করার কথিত অপরাধে, তাঁহাকে তিনদিনের জন্য বাকশক্তিহীন করিয়া দেওয়া হইয়াছিল (লুক-১ঃ২০-২২)।