‘গোলাম’ অর্থ যুবক (লেইন)। অতিবৃদ্ধ স্বামী-স্ত্রীর পুত্র-প্রাপ্তির প্রতিশ্রুতি, যাকারিয়্যাকে বিস্ময় ও আনন্দে উদ্বেল করিয়া তুলিলে, তিনি জিজ্ঞাসু মনে, স্বাভাবিক-সরল বিস্ময় প্রকাশ করিলেন, হে আল্লাহ্! তুমি তাহাও পার। এই অভিব্যক্তির মধ্যে প্রচ্ছন্ন দোয়াও রহিয়াছে যে, তিনি যেন তাঁহার সন্তানকে যুবক অবস্থায় দেখিয়া যাইবার মত দীর্ঘায়ু প্রাপ্ত হন।