যাকারিয়্যা বা যাকারিয়াস বনী ইস্রাঈলদের একজন পবিত্র লোকের নাম, কুরআনে তাঁহাকে নবী নামে অভিহিত করা হইয়াছে (৬ঃ৮৬), কিন্তু বাইবেল তাঁহাকে মাত্র পুরোহিত হিসাবে উল্লেখ করিয়াছে (লুক-১ঃ৫)। বাইবেলে অবশ্য ‘যেকারিয়া’ নামে একজন নবীরও উল্লেখ আছে (বানানের বিভিন্নতাটা লক্ষ্য করুন) যাহার সম্বন্ধে কুরআনে কোনও উল্লেখ নাই। কুরআনের যাকারিয়া হইলেন, ইয়াহ্ইয়া (আঃ) (যোহন) এর পিতা ও যীশুর খালু।