মরিয়ম ছিলেন যীশু (ঈসা আঃ)-এর মাতা। মূসা (আঃ) ও হারূণ (আঃ)-এর সহোদরা মরিয়মের (পরে মিরিয়াম বলিয়া উচ্চারিত হইত) নামানুসারে তাহার নাম রাখা হইয়াছিল। মরিয়ম হিব্রু শব্দ, সম্ভবতঃ একটি যুগ্ম শব্দ, যাহার অর্থ, সমুদ্র-তারকা, গৃহকত্রী বা সম্ভ্রান্ত মহিলা, উচ্চ মর্যাদাসম্পন্না, নিবেদিত ধার্মিকা (ক্রুডেনস্ কনকর্ডেন্স, কাশ্শাফ, এনসাই বিব)।