৪০২

মরিয়মের মাতা গর্ভস্থ সন্তানকে এই আশায় উৎসর্গ করিয়াছিলেন যে, তাহার পুত্র সন্তান হইবে। কিন্তু তিনি যখন কন্যা সন্তান প্রসব করিলেন, তখন স্বভাবতঃই তিনি বিব্রত হইয়া পড়িয়াছিলেন।