এই আয়াত দৃঢ়তার সহিত বলিয়া দিতেছে যে, নবী করীম (সাঃ)-এর অনুগমন ও আনুগত্য ছাড়া আল্লাহ্র ভালবাসা প্রাপ্তির অন্য সকল পথ এখন বন্ধ হইয়া গিয়াছে। ২ঃ ৬৩ আয়াতে শুধু আল্লাহ্ ও আখেরাতের উপর বিশ্বাস রাখিলে মুক্তি পাওয়া যাইবে বলিয়া যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আশংকা হইতে পারিত, এই আয়াত উহা সুস্পষ্টভাবে অপনোদন করিয়া দিয়াছে।