এই আয়াতে উপদেশ দেওয়া হইতেছে যে, নীতিগত ভাবে কোন ইসলামী রাষ্ট্র অনৈসলামী রাষ্ট্রের সাথে এমন কোনও জোট বা মৈত্রী গঠন করিবে না যাহা অন্য কোনও ইসলামী রাষ্ট্রের সামান্য স্বার্থহানিও ঘটাইতে পারে। ইসলামের তথা মুসলমানের স্বার্থকে সবকিছুর উপরে স্থান দিতে হইবে।