পূর্ববর্তী আয়াত এবং এই আয়াত মিলিত ভাবে আল্লাহ্তা’লার একটি অমোঘ নিয়মের প্রতি ইঙ্গিত করিতেছে। তাহা এই – যে জাতি আল্লাহ্র ইচ্ছার সহিত নিজের আশা-আকাঙ্খা ও কামনা-বাসনাকে মিলাইয়া জীবন- পথে অগ্রসর হয়, সেই জাতি উন্নতি করে এবং যে জাতি আল্লাহ্র ইচ্ছার বিপরীতমূখী পথ অবলম্বন করে, সেই জাতির পতন ঘটে। কেননা ক্ষমতা ও মহিমার একমাত্র উৎস হইলেন আল্লাহ্।