৩৯০

ইহুদী ও খৃষ্টান, এই উভয় সম্প্রদায়ই নিজদিগকে এই বিশ্বাসে উপনীত করিয়াছে যে, পরলোকে তাহাদের কোনও শাস্তি হইবে না, তাহারা নিরাপদ থাকিবে। ইহুদীরা শাস্তি হইতে এই কারণে মুক্ত থাকিবে, যেহেতু তাহারা আত্ম-প্রবঞ্চণায় মগ্ন থাকিয়া মনে করে তাহারা আল্লাহ্‌র একান্ত অনুগৃহীত। খৃষ্টানেরা এই অন্ধ-বিশ্বাসে নিপতিত যে, তথা-কথিত ঈশ্বর-পুত্র যীশু ক্রুশে মৃত্যুবরণ করিয়া তাহাদের পাপ-রাশিকে ধুইয়া ফেলিয়াছেন।