৩৮৩

সকল ধর্মই আল্লাহ্‌র একত্ব এবং তাঁহার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের বিশ্বাসকে লালন করে। তথাপি, একমাত্র ইসলামেই আত্মসমর্পণের ধারণা পরিপূর্ণতা লাভ করিয়াছে। কারণ পরিপূর্ণ আত্ম-সমর্পণের পূর্বশর্ত হইল আল্লাহ্‌তা’লার গুণাবলীর পরিপূর্ণ প্রকাশ; একমাত্র ইসলামেই আল্লাহ্ গুণাবলীর পরিপূর্ণ প্রকাশ ঘটিয়াছে, এত পরিপূর্ণভাবে পূর্বে তাহা ঘটে নাই। অতএব, সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলামই সঠিক অর্থে দাবী করিতে পারে যে, ইহাই আল্লাহ্ নিজস্ব ধর্ম। আসলে সকল সত্যধর্মই প্রকৃত পক্ষে, আংশিকভাবে ‘ইসলাম’ ছিলএবং অনুসারীগণও আক্ষরিক অর্থে মুসলমান ছিলেন। কিন্তু যে পর্যন্ত ধর্ম সকল দিক হইতে পরিপূর্ণতা লাভ করে নাই, সে পর্যন্ত ইহা ইসলাম নাম প্রাপ্ত হয় নাই। যখন ধর্মের সকল আনুসঙ্গিক ও সংশ্লিষ্ট বিষয়াবলী সমন্বিত করিয়া কুরআনের মাধ্যমে শেষ ঐশী-বিধানের পরিপূর্ণতা দেওয়া হইল, তখনই আল্লাহ্‌তা’লা ইহাকে ‘আল্‌ ইসলাম’ নামে অভিহিত করিলেন। এই আয়াত ২ঃ৬৩ আয়াতকেও ব্যাখ্যা করিতেছে।