তা’বিল অর্থ (১) বিশ্লেষণ বা ব্যাখ্যা, (২) বক্তৃতা বা রচনার অর্থ সম্বন্ধে অনুমান, (৩) একটি রচনা বা বক্তৃতার অর্থ ঘুরাইয়া ফেলা বা অপব্যাখ্যা করা, (8) স্বপ্নের ব্যাখ্যা, (৫) পরিণতি, প্রতিফল, পরবর্তী ফলাফল (লেইন)। এইআয়াতে শব্দটা দুইবার ব্যবহৃত হইয়াছে। প্রথমবার দ্বিতীয় বা তৃতীয় অর্থে এবং দ্বিতীয়বার প্রথম বা পঞ্চম অর্থে ব্যবহৃত হইয়াছে।