৩৭০

‘উম্ম্‌’ অর্থ (১) মাতা, (২) কোন বস্তুর উৎস, উৎপত্তিস্থল বা ভিত্তি, (৩) এমন বস্তু, যাহা অন্য বস্তুর লালন-পালন, সাহায্য-সহায়তা, সংস্কার ও সংশোধনের কাজ করে, (৪) এমন এক বস্তু যাহার সহিত পারিপার্শ্বিক বস্তুসমূহ শৃঙ্খলিত (আকবার ও মুফরাদাত)।