আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের প্রধান উপায় সৎকর্মশীলতা। তবে, হৃদয়ের সততা ও পবিত্রতার উপরে সৎকর্মশীলতা নির্ভরশীল। আর সঠিক ঈমানই হইল হৃদয়ের সততা ও পবিত্রতার মূল উৎস। তাই, কুরআনের শিক্ষানুযায়ী, এই আয়াতে ইসলামের মূল বিশ্বাসগুলি সঠিক ক্রমানুযায়ী তুলিয়া ধরা হইয়াছে, যথাঃ আল্লাহ্ ও ফিরিশ্তাগণের উপর ঈমান, তাঁহার কিতাব ও নবীগণের উপর ঈমান।